ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক \ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনার ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এসএম তৌহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, ডুমুরিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. ফেরদৌস খান,বানিয়াখালী মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল হাই, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর বৈরাগী প্রমুখ। এ মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।