মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

কোটি টাকার হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এক কেজির অধিক হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলো— সাবিনা আক্তার (২২) ও মোছা. রিনা বেগম (৩৯)। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ—পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গত মঙ্গলবার রাত সোয়া ৮টা নাগাদ মোহাম্মদপুর থানার বছিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি—লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। ডিবি—লালবাগ বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি—লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম জানতে পারে মোহাম্মদপুর থানার বছিলা সূচনা হাউজিং, বাড়ি নম্বর—১০, রোড নম্বর—১, ব্লক—এ এর একটি ফ্ল্যাটে দুই নারী মাদক কারবারি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে এক কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দুটি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র, চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কার্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম সিলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে। উদ্ধার করা হেরোইন বিক্রি ও হস্তান্তরের উদ্দেশে হেফাজতে রেখেছিল তারা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com