শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটা প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ দেবহাটা সরকরি পাইলট হাইস্কুলের মাতৃভাষা দিবস পালন দেবহাটায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দেশসেবায় ক্যাডেটদের আত্মনিয়োগ করতে হবে : সেনাপ্রধান মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুুতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়পার্টির আয়োজনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে নূরনগরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়: ফখরুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরে সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ক্ষমা চাইলে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে বলে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটি কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন? তখন উপস্থিত নেতাকর্মীরা ‘না না’ বলে জবাব দেন। বিএনপি মহাসচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় এটিই প্রমাণিত হয়েছে যে, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কি না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১–এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, নতুন দলকে বিএনপি স্বাগত জানায়। কিন্তু সরকারে থেকে সব সুযোগ—সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে দেশের জনগণ তা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছেন তা কেউ মানবে না। মির্জা ফখরুল বলেন, এদেশের রাজনীতিতে মহান, মহৎ ও বিরাট অংশ নির্মাণ করেছে ছাত্র রাজনীতি। বাংলাদেশের তরুণরা বুকের রক্ত দিয়ে এ দেশকে শত্রুমুক্ত করেছে। তাদের সেই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরও বলেন, আজকে গোটা বিশ্বের রাজনীতি ডানের দিকে অগ্রসর হচ্ছে। জনগণও সেদিকে এগিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের রাজনীতি করতেন। ছাত্রদলের ওপর তারেক রহমানের বিরাট আস্থা রয়েছে। ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীদের সচেষ্ট হতে হবে। সোশ্যাল মিডিয়ায় তাদের আরও অ্যাকটিভ থাকতে হবে। সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com