শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটা প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ দেবহাটা সরকরি পাইলট হাইস্কুলের মাতৃভাষা দিবস পালন দেবহাটায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দেশসেবায় ক্যাডেটদের আত্মনিয়োগ করতে হবে : সেনাপ্রধান মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুুতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়পার্টির আয়োজনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে নূরনগরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

অবসরপ্রাপ্ত এসআইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিন্টু মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাত সাড়ে ১১টায় কুমিল্লা সদর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার রুহুল আমিনের ছেলে মো. আরমান (২৭) ও একই এলাকার হরমুজ আলীর ছেলে মো. সৌরভ (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব—১৪ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা। তিনি বলেন, মিন্টু মিয়ার সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। গত বছরের ১১ অক্টোবর বেলা ১১টার দিকে মিন্টু মিয়া ও তার ভাই ইব্রাহিম মিয়া তাদের জমি থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বাদেকল্পা এলাকায় প্রতিপক্ষের লোকজন পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে কোপানো শুরু করে। এসময় মিন্টু মিয়া ও ইব্রাহিম মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করলে ঘটনাটি আমাদের (র্যাব) নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুজনের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত মিন্টু মিয়া ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার আবদুল করিমের ছেলে। তিনি আর্মড পুলিশের অবসরপ্রাপ্ত এসআই ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com