ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্রহ্মরাজপুরের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিমিয়র সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, মাও: মহাসীন, আকলিমা খাতুন, মো: মুকুল হোসেন, ফয়জুল হক বাবু প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় আকর্ষণীয় খেলা মেয়েদের স্লো—সাইকেল রেস ছাড়াও দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, দড়ি লাফ, বিস্কুট দৌড়সহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকল খেলা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: আবুল হাসান।