স্টাফ রিপোর্টার \ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরা শহীদ আ: রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। একুশের প্রথম প্রহরে ২১ (ফেব্র“য়ারি) রাত ১২টা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। শহীদ মিনার চত্ত্বর এবং আশপাশে শত সহস্র মানুষের উপস্থিতি, নিরাপত্তা, শৃংখলা সবই ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত স্বাভাবিক, সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন সহ আন্দোলনকারী নেতৃবৃন্দ, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশনারা জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ সহ উপজেলা প্রশাসন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম, সাঃ সম্পাদক মশিউর রহমান বাবু, অধ্যাঃ নূর মোহাম্মাদ, কামরুজ্জামান রাসেল সহ নেতৃবৃন্দ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, জেলা কারাগার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা পৌরসভা, জেলা পরিষদ, জেলা জুয়েলারী সমিতি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, সাতক্ষীরার বিভিন্ন দৈনিক পত্রিকা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।