কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার গাজনায় মানবতা গ্রুপ’র আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে গাজনায় ৪জন শারীরিক প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এ হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবতা গ্রুপ’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাস্টার সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান সানা, মনিরুল ইসলাম, মাওলানা আমানুল্লাহ, বজলুর রহমান গাজী, মোখলেছুর রহমান মিঠু, হাবিবুর রহমান শাওন, দেলোয়ার হোসেন, আসাদ প্রমুখ। প্রধান অতিথি মাওলানা কামারুজ্জামান বলেন— সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়, বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে। এটি মহতি উদ্যোগ, এ কাজের মাধ্যমে মানবতার সেবার পাশাপাশি আল্লাহর হুকুম পালনে তার সন্তুষ্টি অর্জন করা যায়। এ ধরণের কাজ অব্যাহত থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দুঃখ লাঘব করা সম্ভব হবে। আলোচনা শেষে মোঃ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম সানা, আবু হানিফের হাতে হুইলচেয়ার তুলে দেন প্রধান উপদেষ্টা মাওলানা কামারুজ্জামান।