শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

ম্যান সিটি-লিভারপুলের ম্যাচ ২-২ গোলে ড্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার মুখোমুখি হয়েছিল দুই টেবিল টপার ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। যদিও ম্যাচটিতে কেউ কাউকে হারানে পারেনি। ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে। এই ড্রয়ে ম্যানচেস্টার সিটি এখনো লিভারপুলের থেকে এক পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষেই থাকলো। ম্যাচের শুরুতেই কেভিন ডি ব্র“ইনার ডিফ্লেকটেড শটটি আটকাতে পারেননি লিভারপুল গোলরক্ষক এ্যালিসন। পাঁচ মিনিটের লিড নিয়ে সিটি যেন নড়েচড়ে বসে। লিভারপুলের উপর চাপ সৃষ্টি করে ম্যাচটিকে একপেশে করে তোলার চেষ্টা করতে থাকে পেপ গার্দিওলার শিষ্যরা। ডি ব্র“ইনার গোলের পরপরই ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিলেন রাহিম স্টার্লিং। কিন্তু ইংলিশ এই স্ট্রাইকারের শট দারুন পজিশনে থেকে রুখে দেন এ্যালিসন। এগিয়ে থাকা সিটিকে আরো বেশী জাগিয়ে তোলার চেষ্টা করে সমর্থকরা। জার্গেন ক্লপের দলকে এর মাধ্যমে অস্বস্তিতেই ফেলাই তাদের মূল লক্ষ্য ছিল। কিন্তু ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের নিখুঁত পাসে দিয়োগো জোতা লিভারপুলকে সমতায় ফেরানোর পর সিটি সমর্থকরা কিছুক্ষনের জন্য নিশ্চুপ হয়ে যায়। কিন্তু ৩৬ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস আবারো আঘাত হানলে জেগে ওঠে পুরো স্টেডিয়াম। কর্ণার থেকে লিভারপুল বল ক্লিয়ার করার চেস্ট করলেও কিছুটা পিছনে দাঁড়িয়ে থাকা পর্তুগীজ ফুলব্যাক হুয়াও ক্যান্সেলো আলেক্সান্দার-আর্নল্ডকে কাটিয়ে বক্সের ভিতর থাকা জেসুসের দিকে বল বাড়িয়ে দেন। সতীর্থের দারুন এই পাসে সিটিকে আবারো এগিয়ে দিতে কোন ভুল করেননি ব্রাজিলিয়ান এ্যাটাকার জেসুস। এবারের মৌসুমে এই প্রথমবারের মত পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। কিন্তু পুনরায় ম্যাচে ফিরে আসতে তারা মোটেই সময় নেয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর ৪৬ সেকেন্ডের মধ্যে সিটিকে হতবাক করে দিয়ে লিভারপুল সমতায় ফিরে। ডানদিক থেকে মোহাম্মদ সালাদ বল কুড়িয়ে নিয়ে সিটি রক্ষনভাগের মধ্য দিয়ে সাদিও মানের দিকে দারুন এক পাস বাড়িয়ে দেন। নিজের স্বভাবজাত দক্ষতা দিয়ে বল জালে জড়িয়ে লিভারপুল শিবিরে স্বস্তি ফেরান মানে। বিরতির পরপরই গোল হজম করেও দমে যায়নি সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের প্রায় বেশীরভাগ সময়ই মধ্যমাঠের নিয়ন্ত্রন ছিল পেপ গার্দিওলার দলের কাছে। ৬৩ মিনিটে ডি ব্র“ইনার অসাধারণ থ্রু বল থেকে স্টার্লিং বল জালে জড়ালেও ভিএআর অফসাইডের কারণে তা বাতিল করে দেয়। ৯০ মিনিটে বদলী খেলোয়াড় রিয়াদ মাহারেজ ফ্রি-কিক থেকে সফল হতে পারেননি। স্টপেজ টাইমেও এই আলজেরিয়ান গোলের সুযোগ হাতছাড়া করেছেন। অক্টোবরে এ্যানফিল্ডেও দুই দল ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছিল। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এই প্রথম প্রথম গোল করেও জয় ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে সিটিকে। গত পাঁচ মৌসুমে চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে টিকে রয়েছে সিটিজেনরা। শিরোপ প্রত্যাশী অপর দল লিভারপুলের থেকে এক পয়েন্ট এগিয়ে ৭৪ পয়েন্ট নিয়ে সিটি এখন টেবিলের শীর্ষে রয়েছে। উভয় দলের হাতেই রয়েছে আর মাত্র সাতটি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com