আশাশুনি ব্যুরো \ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয় আলামিন ট্রাস্ট মিলনায়তনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, সহ সেক্রেটারি প্রভাষক মাওঃ ওমর ফারুক। এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্ম পরিষদের সদস্য এ্যাডঃ শহিদুল ইসলাম মুকুল, উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাওঃ আবু বকর সিদ্দিক, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা, সাবেক সেক্রেটারি শুরা ও কর্ম পরিষদের সদস্য এবি এম আলমগীর হোসেন পিন্টু, সহ— আব্দুল বারী, প্রভাষক শাহজাহান, ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, সদর ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি আব্দুল হাই, বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি রবিউল ইসলাম, কুল্যা ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ, কাটাকাটি ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও দায়িত্বশীলগন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দেশ রক্ষা ও মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন।