মোঃ অহিদুজ্জামান লাভলু (সাতক্ষীরা সদর)বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজ কর্তৃক ২১ শে ফেব্রয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ৮টায় অত্র কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী কলেজ ক্যাম্পাস হতে শুরু করে ঝাউডাঙ্গা বাজার হয়ে ঝাউডাঙ্গা বলফিল্ডে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শেষ হয়।এসময় ভাষা দিবস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অধ্যক্ষ খলিলুর রহমান,ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম। এসময় আরো সঙ্গে ছিলেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সহ.অধ্যাপক পরিমল কুমার ঘোস,সহ.অধ্যাপক আনোয়ারুল ইসলাম ,সহ.অধ্যাপক জেসমিন নাহার,গোলাম সরোয়ার, প্রভাষক মাওঃ মতিউর রহমান ,প্রভাষক শান্তনু কুমার ঘোস ,প্রভাষক আব্দুল হাই, প্রভাষক রাশেদ রেজা তরুন, প্রভাষক মাসুদ,প্রভাষক লিটন আব্দুল গনি সহ অন্যান্য শিক্ষক কর্মচারী।