ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের ধুলিহর—ব্রহ্মরাজপুর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করা হয়েছে। বি.ডি.এফ প্রেসক্লাবের আয়োজনে ২১এর প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ—সম্পাদক ও ইউপি সদস্য মো: আরশাদ আলী,সহ—সভাপতি জি.এম আমিনূল হোসেন, সাংগঠনিক—সম্পাদক মো: শামিম রেজা, ক্রীড়া—সম্পাদক মো: মুকুল হোসেন, কার্যনির্বাহী—সদস্য মো: আব্দুল হাকিম ও মো: ইমরান হোসেন। ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মাতৃভাষা প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্তিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন, সহকারী শিক্ষক মো: আজিজুল ইসলাম, মো: হাবিবুর রহমান, রুহুল আমিন বাবলু, সোলাইমান হোসেন, মাও: শামসুর রহমান, অফিস সহকারী আব্দুর রশিদ, শামীম রেজা, হাফিজা, তাজমীর হোসেন সহ সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ। এসময় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র—ছাত্রীদের নিয়ে র্যালি বের হয়ে ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার প্রদক্ষিণ করে স্কুলে ফিরে যায়। সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে শহিদ দিবসের আলোচনা অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর—ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে উদযাপিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অত্র—প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলােমের পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, খালেদা খাতুন, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলওয়ার হোসেন, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, ব্যবসায়ী গৌর চন্দ্র ঘোষসহ স্কুলের শিক্ষার্থীরা। ডি.বি ফ্রেন্ড স্পোটিং ক্লাবের আয়োজনে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রথম প্রহরে শহিদ ফুল দেওয়া হয়েছে। এসময় উপসস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান মুকুল, সাংগঠনিক—সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো: খুরশিদ আলম, ডা. জিয়াউর রহমান, মো: মুকুল সরদার, মো: আলম, মো: আমিনুর রহমান বাবু, মো: কালামসহ অন্যান্য সদস্যরা এসময় ছিলেন।