কালিগঞ্জ ব্যুরো \ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী’র সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগীয় সভাপতি মাওঃ আনোয়ারুল ইসলামের পরিচালনায় এবং যুব বিভাগীয় সেক্রেটারি জামাল ফারুকের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার সালাহউদ্দিন আহমেদ, উপজেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওঃ আব্দুল মোমিনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। বক্তারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদেরও আত্মার মাগফেরাত কামনা করেন। আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন, আদর্শ ও কল্যাণ রাষ্টে্র পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।