এফএনএস স্পোর্টস: আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম উত্তেজনাপূর্ণ দ্বন্দ্বটি আবারো সামনে এসেছে। আজ রোববার, চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে পাকিস্তান ও ভারত মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি যুদ্ধ করবে একে অপরের বিরুদ্ধে। পাকিস্তান যেহেতু প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে, তাই এই ম্যাচে তাদের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ভারত নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে, তাদের লক্ষ্য এই জয়টি ধরে রাখা।
এ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় বিকেল ৩টায়। পাকিস্তান সফরে সরকারের অনুমতির অভাবের কারণে ভারতীয় দল এই ম্যাচটি দুবাইতে খেলবে। যেখানে স্টেডিয়ামে প্রায় ২৫,০০০ দর্শক উপস্থিত থাকবে, এবং লাখ লাখ দর্শক টেলিভিশনের মাধ্যমে এই হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ করবে।
দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারণে, ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেনি। তবে আইসিসি ইভেন্টে এই ম্যাচটি সবসময় আকর্ষণীয় হয়ে ওঠে, এবং প্রতিবারই এর জন্য বিশে^র কোটি কোটি ক্রিকেট ভক্ত অপেক্ষা করে। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্যান্য আইসিসি টুর্নামেন্টে এই ম্যাচটি দেখে নেওয়ার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছায়। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই এ ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়, যা প্রমাণ করে ভারত—পাকিস্তান ম্যাচের প্রতি দর্শকদের আকর্ষণের অতি উচ্চতা।
পাকিস্তান, ৬০ রানে হেরে আসর শুরু করার পর, তাদের এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবনা নেই। দলের ব্যাটার সালমান আগা বলেন, “ভারতের বিপক্ষে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে, তাই আমাদের জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ।” তিনি আরও যোগ করেন, “বিশে^র সেরা দলগুলোর মধ্যে নিজেদের স্থান ধরে রাখতে হলে আমাদের ধারাবাহিক পারফরম্যান্স প্রদান করতে হবে।”
এদিকে, পাকিস্তান শিবিরে বড় ধাক্কা এসেছে ইনজুরির কারণে বাঁ—হাতি ব্যাটার ফখর জামানের ছিটকে যাওয়ার মাধ্যমে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ফখরের ১১৪ রানের সুবাদে পাকিস্তান ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল। তার বদলে দলে যোগ হয়েছেন আরেক বাঁ—হাতি ব্যাটার ইমাম—উল—হক।
অপরদিকে, ভারতীয় দল একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার পর পাকিস্তানের বিরুদ্ধে আত্মবিশ^াসী। গত ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ সামি ও শুভমান গিলের অসাধারণ পারফরম্যান্সে ভারত বড় জয় পেয়েছে। সামি ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন, আর গিল অপরাজিত ১০১ রান করেছেন। তিনি এখন টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ছন্দে রয়েছেন।
ভারতের পেসার মোহাম্মদ সামি বলেন, “পাকিস্তান ম্যাচ আমাদের জন্য একটি বড় পরীক্ষা, কিন্তু আমরা আত্মবিশ^াসী। দলের সবাইকে সেরা ক্রিকেট খেলতে হবে এবং পাকিস্তানকে চাপে রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমরা মনে করি ধারাবাহিকতা বজায় রাখলে সফলতা আসবেই।”
এই ম্যাচটি তাই একদিকে পাকিস্তানের টিকে থাকার লড়াই, অন্যদিকে ভারতের সেমিফাইনালের দিকে একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে ভারত।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান ও ভারতের মধ্যে মোট ১৩৫ ম্যাচ হয়েছে, যার মধ্যে পাকিস্তান ৭৩টি ম্যাচে জয়লাভ করেছে, আর ভারত জয়ী হয়েছে ৫৭টি ম্যাচে। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে তাদের এই মহারণ নিয়ে উত্তেজনা বিরাজ করছে গোটা ক্রিকেট বিশে^।
দলগুলো:
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।