কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ। তিনি প্রয়াত সাবেক বস্ত্রমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট এম. মনসুর আলীর একমাত্র ছেলে। একই সাথে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ব্যবসায়ী শেখ নাজমুল হোসেন কে। তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের ছেলে। গত ২০ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গভর্নিং বডির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য পদে দুজনকে মনোনয়ন দেন। উল্লেখ্য, ১৯৮৯ সালে সাবেক বস্ত্রমন্ত্রী ও সাতক্ষীরা জেলা বিএনপির প্রয়াত সভাপতি এ্যাডভোকেট এম. মনসুর আলী কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি তার স্ত্রী রোকেয়ার নামানুসারে এ শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করেন, যা কালিগঞ্জের নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর আগেও এইচ. এম. রহমতুল্লাহ পলাশ কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৬ বছর পর পুনরায় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।