বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

হারের দায় শিশিরের উপর দিলেন বাটলার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৩৫১ রান করেও হেরেছে ইংল্যান্ড। জশ ইংলিশের সেঞ্চুরিতে রেকর্ড রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। এত রান করেও হারের পর শিশিরের ওপর দায় চাপিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আগে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের ১৪৩ বলে ১৬৫ রানের দারুণ ইনিংসে ৩৫১ রানের পাহাড়সম রান জমা করে ইংল্যান্ড। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড। তবে জশ ইংলিশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ১৫ বল বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া। শতক হাঁকিয়ে ৮৬ বলে অপরাজিত ১২০ রান করেন ইংলিশ। ম্যাচ হারের পর শিশির ও ভেজা মাঠকে দায় দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিয়ে বাটলার বলেন, ‘‘একটি অসাধারণ ম্যাচ হল। দুই দলই ভালো খেলেছে। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। ইংলিশের ইনিংসটি দারুণ ছিল মানতেই হবে। ৩৫০ রান যথেষ্ট ভালো স্কোর। তবে ভেজা মাঠ ও শিশির আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।’’ টসে জিতলে ব্যাটিংই করতেন বাটলার। কারণ তার দল উইকেটের সর্বোচ্চ ব্যবহার করত। এ নিয়ে বাটলার বলেন, ‘‘আমি হলেও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতাম। শিশির পড়বে কিনা তা ৫০—৫০ ছিল, আমরা উইকেটের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করতাম। আমরা কোনো গোপনীয়তা রাখিনি, আমাদের পরিকল্পনায় আমরা আত্মবিশ^াসী। দল ভালো অবস্থায় রয়েছে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময়ই একটি বড় ইভেন্ট।’’ ম্যাচ হারের পিছনে কন্ডিশনকে দায় দিচ্ছেন ম্যাচের সর্বোচ্চ স্কোরার বেন ডাকেটও। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘‘৩৫০ রান তাড়া করা যে কোনো দলের জন্যই প্রশংসনীয়। মাঝখানে ওরা সত্যিই ভালো খেলেছে। সত্যি বলতে, আমরা মাত্র এক—দুই উইকেট দূরে ছিলাম জয় থেকে। ফিল্ডিং করার সময় আমরা আমাদের বোলিং লাইন ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল উইকেটে আমরা কিছুটা অতিরিক্ত কাট করছি।’’ উইকেটেও পরিবর্তন দেখেছেন এই বাঁহাতি। তিনি বলেন, ‘‘আমি স্টাম্পগুলোকে লক্ষ্য রাখার কথা বলেছিলাম। এখানে হেঁটে দেখলেই বোঝা যেত। পরিস্থিতি সহজ হয়ে গিয়েছিল। আর আমাদের ইনিংসের শেষদিকে ছক্কা মারাও অসম্ভব মনে হচ্ছিল। যখন জস, লিভিরা (লিয়াম লিভিংস্টন) এল, তখন পরিস্থিতি স্পষ্টই বদলে গিয়েছিল।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com