মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সম্পাদক খোকন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সাংগঠনকি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু এবং শহিদুল বারী রবু। গত শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান টাউন হল ময়দানে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এর আগে দুপুর ২টা থেকে যশোর আলমগীর সিদ্দিকী হলে যশোর জেলা বিএনপির নেতা নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। মোট আটটি বুথে দলের আট উপজেলা থেকে আগত কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেন। তবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা কে কতো ভোট পেয়েছেন তা জানানো হয়নি। দলের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সজল জানান, গত শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। মোট এক হাজার ছয়শ’ ১৬ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক হাজার পাঁচশ তিনজন। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু দলের যশোর জেলা আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য সচিব এবং পাবলিক প্রসিকিউটর (পিপি)। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিজানুর রহমান খান। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। বিএনপির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছিলেন। অপর সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সাবেক ছাত্রনেতা ও যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শহিদুল বারী রবু সাবেক ছাত্রনেতা। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম সজল আরও জানিয়েছেন, সভাপতি পদে ১৮টি ব্যালট বাতিল হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে ব্যালট বাতিল হয়েছে পাঁচটি। গত শনিবার সকালে যশোর ঈদগাহে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানের পর পাশের টাউন হলে কাউন্সিলরা নেতা নির্বাচনে ভোটগ্রহণ পর্বে অংশ নেন। নবনির্বাচিত নেতৃত্ব দ্রুত সময়ের মধ্যে যশোর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানিয়েছে যশোর জেলা বিএনপির নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com