সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক জেলা প্রশাসক কাপ টি—২০ ক্রিকেট টুর্নামেন্ট ২য় খেলায় দক্ষিন পারুলিয়া স্পোটিং ক্লাব জয়ী খুলনায় তারুণ্যের ক্রিড়া উৎসব উদ্বোধন খুলনায় ১০ কেজি গাঁজাসহ আটক ৪ জন দিনবদলের প্রচেষ্টায় শ্যামনগরের উপকূলীয় কৃষকরা ঝুকছে তরমুজ চাষে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক খুলনা বিভাগের পাঁচ অদম্য নারীর সম্মাননা প্রদান ডুমুরিয়ায় মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেড রিটেইলারদের সমাবেশ বিষ্ণুপুর চৌমুহনী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জেলা বিএনপি’র সমাবেশ সফল করার লক্ষ্যে কলারোয়ায় বিএনপি’র প্রস্তুতি সভা

গ্যাস সরবরাহ না থাকায় আবাসিক গ্রাহকদের বিক্ষোভ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: বৈধ আবাসিক সংযোগে গ্যাস সরবরাহ না থাকায় আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল অফিসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রাহকরা। গতকাল রোববার দুপুরে নবীনগর—চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসের সামনে তারা এ বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধন ভুক্তভোগীরা বলেন, আশুলিয়ার গাজিরচটের আড়িয়ারার মোড়, শেরআলী মার্কেট, হক মার্কেট, শিকদারবাগ, বটতলা ও মণ্ডলবাড়ি এলাকায় বৈধ সংযোগে গ্যাস সরবরাহ হচ্ছে না। প্রায় ১৬ বছর ধরে গ্যাস না পেলেও বিল পরিশোধ করে আসছি। আমাদের এলাকায় বৈধ লাইনে কোনো গ্যাস নেই। তবে যেসব অবৈধ লাইন আছে সেখানে কীভাবে গ্যাস সরবরাহ হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখানে হাজারো লোক জমায়েত হয়েছি শুধুমাত্র গ্যাস পাওয়ার জন্য। আমরা যদি গ্যাস না পাই তাহলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি দেওয়া হবে, অফিস ঘেরাও করা হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করবো। আমরা এ জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালন করবো যতক্ষণ দাবি আদায় না হবে। হক মার্কেট এলাকার ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। দিনের বেলা চুলা জ্বলে না। গ্যাস থাকে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত। সারাদিন ও রাতে মিলে দুই ঘণ্টাও গ্যাস থাকে না। যতটুকু সময় গ্যাস থাকে তা অসময়ে। ওই সময়ে গ্যাস ব্যবহার করা সম্ভব নয়। বছরের পর বছর গ্যাস না পেয়েও আমরা বিল পরিশোধ করে আসছি। গ্যাস নাই, রান্না নাই, সময়মতো খাবার নাই আমরা এ সমস্যার সমাধান চাই। সমাধান না হলে বিগত দিনের গ্যাস না পেয়েও যে বিল আমরা দিয়েছি সেসব টাকা ফেরত চাই। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com