বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর দারুল উলুম চৌমুহনী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মাদ্রাসার হল রুমে প্রভাষক মাওলানা শহিদুল্লাহ’র সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আলহাজ্ব আমজাদ হোসেন, অভিভাবক আব্দুস সালাম, ইংরেজি প্রভাষক হোসেন আলী, সহকারী শিক্ষক আছাদুল্যাহ, আইনুল ইসলাম, রেখা খাতুন, প্রভাষক আরিফ বিল্লাহ, আবু বক্কর সিদ্দিক, সালমা পারভীন, সুমাইয়া, আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার নুর ইসলাম, আহছান হাবীব, আব্দুস সবুর, প্রমুখ। পরে বিদায়ী ছাত্র—ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী প্রদান ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।