খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গতকাল রাতে খুলনা পিকচার প্যালেস মোড়ে বিশেষ অভিযন পরিচালনা কালে ৪ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হলো (১) আল আমিন (৩০), পিতা—মৃত: আব্দুস সালাম, সাং—দারোগারভিটা, থানা—লবণচরা, এ/পি সাং—আলীর ক্লাব, থানা—সোনাডাঙ্গা মডেল, ২) আল মামুন @ আজগর (২৫), পিতা—মোঃ মোসলেম হাওলাদার, সাং—পাতা বাড়িয়া কালিকাবাড়ী বাজার, থানা—মোড়েলগঞ্জ, জেলা—বাগেরহাট, ৩) হাবিব তালুকদার (২২), পিতা—মোঃ শাহিন তালুকদার, সাং—পূর্ব বিল পাবলা রাজবাঁধ, থানা—আড়ংঘাটা এবং ৪) নিতাই বাড়ৈই (২৫), পিতা—মনরঞ্জন বাড়ৈই, সাং—পিলজংগা, থানা—ফকিরহাট, জেলা—বাগেরহাটদেরকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক ও ১ টি কাভার্ড ভ্যানসহ হাতেনাতে আটক করেছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাধক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরণ করেছেন তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।