রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনায় তারুণ্যের ক্রিড়া উৎসব উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রতিনিধি \ গতকাল ২৩ ফেব্রুয়ারি ফাল্গুনের স্নিগ্ধ সকালে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে খুলনা পাবলিক কলেজের ৩৭তম বার্ষিক তারুণ্যের ক্রীড়া উৎসব ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ, লে. কর্ণেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম, এএসসি। পুলিশ কমিশনার প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন বসন্তের চমৎকার রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকালে তারুণ্যের ক্রীড়া উৎসবে বর্ণাঢ্য আয়োজনের উৎসবমুখর আবহে মনে হচ্ছে যেন আমি আমার কৈশরের দূরন্তপনার দিনগুলোতে ফিরে গিয়েছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হচ্ছে শরীর চর্চার একটা অন্যতম মাধ্যম। নিয়মিত স্পোটর্স এক্টিভিটিস, খেলাধূলা, দৌঁড়ঝাপ করলে শরীর মন দুটোই ভালো থাকে। যেকোন প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই হলো মূখ্য বিষয়। অংশগ্রহণ করা মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করবো বিষয়টা এমন নয়। হার—জিত থাকবেই, মন খারাপ করলে চলবে না। অভিভাবদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান করুন। একইসাথে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ করেন। পরিশেষে সকলে মিলে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, সুখী—সমৃদ্ধ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। তারুণ্যের ক্রীড়া উৎসবে শিক্ষক—শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com