জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “জেলা প্রশাসক কাপ টি—২০ ক্রিকেট টুর্নামেন্ট—২০২৫ এর ২য় দিনের খেলা সাতক্ষীরা স্টেডিয়ামে দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে গতকাল অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের বলরাম ৪৭ ও তোহিদ ২৮ রান করে। জবাবে গফফার স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৯ রান করে। দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব এর নাভিদ ৫টি ও সুমন ৩টি উইকেট লাভ করে। ফলে দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব ৭২ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শাহ আলম হাসান শানু ও আব্দুস সামাদ এবং স্কোরার ছিলেন আখেরুজ্জামান তাপস। ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন আ.ম আখতারুজ্জামান মুকুল। আজ পি.কে. ইউনিয়ন ক্লাব বনাম তুফান স্পোর্টিং ক্লাব এর মধ্যে ৩য় খেলা অনুষ্ঠিত হবে।