রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সেনাবাহিনী দেশের শান্তি—শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি—শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার—উজ—জামান। যতোদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি—শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাবে। গতকাল সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশে শান্তি—শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এ কাজ আমাদের করে যেতে হবে। তিনি বলেন, প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এ কাজ শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটি শেষ করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, যতোদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি—শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃংখল কাজ করা যাবে না, এটা আমাদের নজর রাখতে হবে। কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার—উজ—জামান বলেন, মাঝে মাঝে কাজ করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে যেন হয় এবং যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো। ইনশাআল্লাহ্ আমরা একসঙ্গে কাজ করলে দেশে শান্তি—শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। একটা সুন্দর দেশ পাবো। সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com