কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতায় উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বে—সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে সোমবার বেলা ১টায় সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন যত্রতত্র ফেলে দেওয়ার ফলে তা মাটিতে অপচনশীল অবস্থায় থেকে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। দীর্ঘদিন পরে এটি মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়ে প্রাণীকুল ও মানুষের খাদ্যচক্রে প্রবেশ করছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। এমনকি বিজ্ঞানীরা মায়ের বুকের দুধেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে। প্লাস্টিকের বিকল্প ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। প্লাস্টিকের মাইক্রোকণা মস্তিষ্কের নিউরনের সঙ্গে মিশে স্বাভাবিক চিন্তাশক্তিকে দুর্বল করে তোলে। এর থেকে পরিত্রাণের জন্য অতীতের অভ্যাসে ফিরে যেতে হবে। বাঁশ—বেতের ঝুড়ি বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।