স্টাফ রিপোর্টার \ সোয়ান গ্রুপের ডিলারদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার সময় সাতক্ষীরা শহরস্থ হোটেল টাইগার প্লাসের পঞ্চম তলার কনফারেন্স রুমে সোয়ান গ্রুপের জিএম কাজী আবু হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবীর উদ্দিন খান। অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে সাতক্ষীরা জেলার ২১ জন ডিলারের সাথে মত বিনিময় ও আলোচনা সভায় কোম্পানির পণ্য সোয়ান ফোম, ম্যাট্রেস, হোমটেক্স, কেমিক্যাল সহ অন্যান্য পণ্যের গুনগত মান সম্পর্কে ও বাজারে বিক্রি বৃদ্ধির উপর আলোচনা হয়। এছাড়া ডিলারদের সার্বিক সুযোগ সুবিধার বিষয়ে বিভিন্ন অভিযোগ, অনুযোগ শোনেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন কোম্পানি বাঁচলে আপনারাও বাঁচবেন, আপনারা ব্যবসা করার সুযোগ সুবিধা পাবেন। মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সসীম। এ দুইটা বিষয় আমাদের ব্যালেন্স করে চলতে হবে। ডিলারদের বিভিন্ন সুযোগ—সুবিধা প্রদানের আশ্বাস সহ কোম্পানির বিভিন্ন পণ্যের বেচা বিক্রির উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং অফিসার কাজী রুহুল আজিজ, ডিলার মাহমুদুল হাসান, আসিফ মোস্তফা, মোঃ আফছার আলী, আইয়ুব হাসান, মাহাবুব হক সহ অন্যান্য ডিলার ও কোম্পানির প্রতিনিধিগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোয়ান গ্রুপের এজিএম মোঃ কবিরুল মাওলা।