ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরার সুনামধন্য বিদ্যাপীঠ ধুলিহর জাহানাবাজের হযরত আবু বকর সিদ্দীক (রা:) ইসলামীয়া কামিল মাদ্রারাসার—২০২৫ সালের দাখিলের ৪৯জন পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার অত্র প্রতিষ্ঠানের আয়োজনে মাদ্রাসার মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আ. মাও: আব্দুর রাজ্জাক আজহারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোস্তাক আহমেদ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—পরীক্ষা কেবল একটি মূল্যায়ন নয়, বরং এটি জীবন গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আত্মবিশ্বাস, অধ্যবসায়, এবং সততার সাথে প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ সফল হবে। তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের সাফল্যই আমাদের দেশের অগ্রগতির পথ সুগম করবে। আমি তোমাদের অনুরোধ করবোÍশুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন ভালো মানুষ হওয়ার লক্ষ্যে এগিয়ে যাও। শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করো। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম টুটুল, অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব আ. ফজলুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ রবিউল বাসার, জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনি, সাবেক অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আ. শাহাদাৎ হোসেন বাবু, সহকারী অধ্যাপক মাও: মনিরুল ইসলাম বিলালী, খালিদ বিন ওয়ালিদ, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আখতারুজ্জামান, আব্দুর রশিদ, সমাজসেবক আ. আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ছাবিনা ইয়াসমিনসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাও: আব্দুর সবুর।