শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

তালায় দীর্ঘ ২২ বছর পর ভালোবাসার মঞ্চের উদ্যোগে তিন গ্রামের মিলনমেলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

তালা প্রতিনিধি \ তালায় দীর্ঘ ২২ বছরের বিরোধ ভুলে এক অভূতপূর্ব মিলনের সাক্ষী হলো সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর, মাঝিয়াড়া ও খড়েরডাঙ্গা গ্রাম। পারস্পরিক দ্বন্দ্ব, বিদ্বেষ ও মান—অভিমান ভুলে সবাই একত্রিত হলো “ভালোবাসার মঞ্চ” এর ছায়াতলে মিলনমেলা অনুষ্ঠিত। রবিবার সন্ধ্যায় মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে সাতক্ষীরা জেলা ভালবাসার মঞ্চের সভাপতি এস,এম আকরামুল ইসলামের উদ্যোগে ভালবাসা মঞ্চের প্রতিষ্ঠাতা সৈয়দ উমায়ের হাসানের সহযোগিতায় শিবপুর, মাঝিয়াড়া, খড়েরডাংঙ্গা গ্রামের মানুষকে ভালোবাসায় আবদ্ধ করতে এক মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজ সেবক গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন শেখ, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহান আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, শিক্ষক মোঃ কামরুল ইসলাম গাজী, মোঃ আব্দুল মান্নান মোড়ল (মিঠু), তালা সদর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আহম্মাদ আলী সরদার। আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, এসএম হাসান আলী বাচ্চু, শেখ মহাসিন হোসেন, আব্দুল রশিদ গাজী, মোঃ ফজলুর রহমান মলঙ্গী, মতিয়ার রহমান সরদার, ফারুক খাঁন প্রমুখ। এ সময় বিভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক বিভেদ ভুলে গ্রামবাসীরা পরস্পরকে আলিঙ্গন করে গড়ে তুললেন সম্প্রীতির এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের মান—অভিমান, ক্ষোভ ও দুঃখের অবসান ঘটিয়ে শান্তি ও ঐক্যের পথে এগিয়ে গেল তিনটি গ্রাম।গ্রামের প্রবীণ ও তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের প্রতি বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জানান, ‘আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম। আজ মনে হচ্ছে, সত্যিই একটা নতুন সূর্যোদয় দেখছি। এই মিলন অনুষ্ঠানে দল—মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন। বিদ্বেষ ও হিংসার পরিবর্তে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কুরবানি দেওয়া হয় মনের সকল গ্লানি ও কষ্ট। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কাজ সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর অশেষ রহমতে। আমরা চাই, ভবিষ্যতেও এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক। গ্রামবাসীর একমাত্র লক্ষ্য ভালোবাসার আলো জ্বেলে শান্তি ও সম্প্রীতির বার্তা সবার ঘরে পৌঁছে দেওয়া। এই মহতী উদ্যোগ সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। মত বিনিময় সভা শেষে মহান রাব্বুল আল আমিনের প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ দোয়নুষ্ঠান পরিচালনা করেন আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আলিম।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com