জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “জেলা প্রশাসক কাপ টি—২০ ক্রিকেট টুর্নামেন্ট—২০২৫ এর ৩য় দিনের খেলা সাতক্ষীরা স্টেডিয়ামে তুফান স্পোর্টিং ক্লাব বনাম পি.কে ইউনিয়ন ক্লাব এর মধ্যে গতকাল অনুষ্ঠিত হয়। খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। পি.কে ইউনিয়ন ক্লাব ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের আশিক ২৮ ও উজান ২৬ রান করে। তুফান স্পোটিং ক্লাব এর টিপু, সাইফুল ও মৃত্যুঞ্জয় ২টি করে উইকেট লাভ করে। জবাবে তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২টি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের মৃত্যুঞ্জয় ৪১, আরিফুজ্জামান ৩৮, তানভির ৩৪ রান করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন জি.এম সাইফুল ইসলাম বাপ্পি ও আসিফ কবির হিরণ এবং স্কোরার ছিলেন মেহের উল্লাহ। ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন ইকরামুল ইসলাম লালু। আজ গণমুখী সংঘ বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্রের মধ্যে ৪র্থ খেলা অনুষ্ঠিত হবে।—প্রেস বিজ্ঞপ্তি