আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ মিলনায়তনে গতকাল প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ২৩ ফেব্রুয়ারী হতে ৮ মার্চ পর্যন্ত ১৪ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরঙ্গ গাইন। সহায়ক কর্মকর্তার দায়িত্বে আছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। কোর্চ কো—অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন, সহকারী ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে একাডেমীক, প্রশাসনিক, পাঠদান পর্যবেক্ষণ, মনিটরিং, ফিডব্যাকসহ লিডারশীপ সুদৃঢ় করার কলা কৌশল নিয়ে আলোচনা ও বাস্তবে অনুধাবন করানো হয়।