আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ৮টি স্কাউট উপ—দলের অংশ গ্রহনে স্কাউটস ডে—ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে দিন ব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ক্যাম্পে বিদ্যালয়ের ৩২ জন ছেলে ও ৩২ জন মেয়ে ৮টি উপ—দলে বিভক্ত হয়ে ক্যাম্পে অংশ গ্রহন করে। ক্যাম্পের উদ্বোধন করেন, লিডার ট্রেইনার জি এম শফিউল আজম। এসময় আশাশুনি উপজেলা স্কাউটস সম্পাদক ড. আবুল হাসান, সহকারী লিডার ট্রেইনার হাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উড বেজার সেলিনা আক্তার, বেসিক কোচ সম্পন্নকারী নারায়ন চন্দ্র পাল, আনিছুর রহমান ও কল্যাণী রানী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পে পতাকা উত্তোলন, বিপি দিবসের আলোচনা, প্রাথমিক প্রতিবিধান, স্কাউটস ওন, ক্যাম্প ফায়ার বা তাবু জলসাসহ দিন ব্যাপী স্কাউটিং কার্যক্রম পরিচালনা করা হয়। সন্ধ্যায় তাবু জলসার মধ্যদিয়ে ক্যাম্প সম্পন্ন করা হয়।