কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের কৃষ্ণনগরের কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় মাওঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মাওঃ মামুনর রশিদ এর সঞ্চালনায় মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসা চত্তরে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বাগলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ্ব মাওঃ আবু আাইয়ুব আনসারী তিনি তার আলোচনায় বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু—শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক জি,এম, আব্দুল মাজেদ মাওঃ নাজমুল আমান, বিদায়ী ছাত্রদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ছাত্রদের পক্ষ থেকে লামিয়া নাজনীন, তৌহিদা সিদ্দিকী তন্নী, সাবিনা পারভীন, মোস্তাফিজুর রহমান বিদায়ী মানপত্র পাঠ করেন ফেরদৌসী মিতা। শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে ছাত্র—ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্র মাদ্রাসা থেকে এ বছর ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।