স্টাফ রিপোর্টার \ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশ উদ্বোধন করেন খুলনা রেঞ্জের বিএএম উপপরিচালক মো. নুরুল হাসান ফারিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপপরিচালক, সাতক্ষীরা জেলা হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আজগর আলী প্রমুখ। এছাড়া সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ বিভিন্ন পদবীর প্রাধিকারকৃত ৩০০ জন আনসার ও ভিডিপির সদস্য—সদস্যা উপস্থিত ছিলেন। সমাবেশে বাহিনীর সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, প্রশিক্ষণে কৃতিত্ব এবং দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য বেশ কয়েকজন সদস্যকে সম্মাননা দেওয়া হয়। জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়েছেন। এই সমাবেশ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।