সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আগে চাই পূর্ণাঙ্গ সংস্কার তারপরে নির্বাচন —নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি ব্যুরো \ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তাড়াহুড়ো করে জাতীয় সংসদ নির্বাচন জাতি আর মেনে নেবে না। স্বৈরাচারের পতন হয়েছে এবার পূর্ণাঙ্গ সংস্কার করে তারপর নির্বাচন হতে হবে। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিগত স্বৈরাচার সরকার বলেছিল “আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেব”। ২৪ এ আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়ে কথা বলার সুযোগ পেয়েছি। তাই তড়িঘড়ি করে যেনতেনভাবে আর নির্বাচন নয়। আজকে দেশের যুবক, নারী, পুরুষ জীবন দিতে শিখে গেছে। যে জাতি জাগে, সে জাতি কখনো হারেনা। আল্লাহর আইন যতদিন চালু না হবে, ততদিন আমাদের আন্দোলন বন্ধ হবে না। জামায়াতে ইসলামের কাফেলায় চলতে হলে আপনাদেরকে রসুলের পথ অনুসরণ করে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। কোরআনের আইন চালু করতে প্রয়োজনে জিহাদে নামতে হবে, জেল খাটতে হবে এবং মাল কুরবানী দিতে হবে। মানুষের আইন বাতিল করে আল্লাহর আইন চালু করতে হবে। হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল খালেক, সাবেক জেলা আমীর সাতক্ষীরা—৩ সংসদীয় আসনে জামায়াতের এমপি প্রার্থী মোহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সম্পাদক মাওঃ আজিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুগ্ম—সম্পাদক মাহবুবুল আলম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা এড. আজিজুল ইসলাম, এড. আব্দুস সোবহান মুকুল, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা কর্ম পরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান আল. আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন, সাতক্ষীরা শহর আমীর জাহিদুর রহমান মুকুল, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন প্রমূখ। এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের অংশগ্রহনে মহিলা কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com