কালিগঞ্জ প্রতিনিধি \ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ—সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমানসহ নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ৯টায় জিএম, কাদেরের উত্তরার মডেল টাউন ৭ নম্বর সেক্টরের নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান নেতৃবৃন্দের আন্তরিকভাবে স্বাগত জানান এবং পার্টির সংগঠনের প্রতি তাদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দলীয় ঐক্য ও সংহতি আরও সুদৃঢ করবে বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ।