পদ্মপুকুর শ্যামনগর প্রতিনিধি ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশের ন্যায় পদ্মপুকুর ইউনিয়নে ৮৪০ পরিবারকে টিসিবির পন্য প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় পাখিমারা খেয়াঘাটে পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ। এসময় উপস্থিত ছিলেন ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস,অত্র ইউনিয়নের তফসিল দার তপন বাবু,শ্যামনগর থানার এসআই দীপাক দেবনাথ। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। আব্দুস সবুর সানা, মোঃ হাফিজুর রহমান,উওম কুমার মন্ডল,মহিলা ইউপি সদস্য শুক্কুরী রানী সকলের উপস্থিতিতে অত্র ইউনিয়নের ৮৪০ টি কার্ডধারী পরিবারের মাঝেই পণ্য তুলে দেন। এতে আছে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল এবং ছোলা কেনার সুযোগ পাবেন তারা।পবিত্র মাহে রমজান মাসে টিসিবির পণ্য দেওয়ায় অত্র ইউনিয়নের মানুষেরা অনেক আনন্দিত।