কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব শামসুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম, রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু, সাঈদ হোসেন ও মাওলানা মহসিন আলী। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার। উল্লেখ্য, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম এ্যাডঃ এম, মুনসুর আলী নারী শিক্ষার উন্নয়ন ও নারী জাগরণের লক্ষ্যে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৬জন পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়, পাশাপাশি মাদ্রাসায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।