শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা দেশের দুই সমুদ্রবন্দরে চালু হচ্ছে কনটেইনারবাহী জাহাজ চলাচল আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু রোববার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন চার নারী খেলোয়াড় দেবহাটার ঘরে ঘরে ছাগল পালন বাণিজ্যিক ভাবে চলছে চাষ \ খামার দেখভালে এগিয়ে মা বোনেরা শ্যামনগরে পরীক্ষায় নকলের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার দায়িত্বহীনতায় ১২ শিক্ষক অব্যাহতি মাহফিলের টাকা গ্রহণ করে বক্তা না আসায় আদালতে মামলা

ম্যানগ্রোভ হ্যাকাথোনে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপনে বিভাগীয় চ্যাম্পিয়ন শ্যামনগরের সিডিও ইয়ুথ টিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ ম্যানগ্রোভ হ্যাকাথোনে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপনে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা’র শ্যামনগরের সিডিও ইয়ুথ টিম। দক্ষিণের প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন—জীবিকা রক্ষায় ‘ম্যানগ্রোভ হ্যাকাথন ২০২৫ এর জেলা পর্যায়ের হ্যাকাথন শেষে বিভাগীয় পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানে বাগেরহাট, কক্সবাজার ও শ্যামনগরের তরুণরা তাদের সৃজনশীল চিন্তা ভাবনা ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেছে জলবায়ু সংকট মোকাবিলায়। দুই রাউন্ডের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা দশটি আইডিয়া নিয়ে ফাইনাল রাউন্ড উপস্থাপনা হয়েছে খুলনা আভা সেন্টারে। ফাইনাল রাউন্ডে ৩টি চ্যাম্পিয়ন সংগঠনের মধ্যে একটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা আভা সেন্টারে ইৎধপ টহরাবৎংরঃু ঈ৩ঊজ,ইৎরমযঃবৎং এবং ঈধৎব ইধহমষধফবংয এর বাস্তবায়নে এবং ঙঅই ঋড়ঁহফধঃরড়হ, ঝযঁংযরষধহ, জবহবি ঊধৎঃয, ঋঋঈজঔ সহ অন্যান্য সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ ছিল শুধু প্রতিযোগিতা নয়, বরং নতুন চিন্তার উন্মেষ ঘটানোর এক অনন্য মঞ্চ। অংশগ্রহণকারীদের উচ্ছাস, মেন্টরদের দিকনির্দেশনা এবং বিচারকদের মূল্যায়নের মধ্য দিয়ে এক অনন্য অভিজ্ঞতা গড়ে উঠেছে। মহাসমারোহে আয়োজিত “ম্যানগ্রোভ হ্যাকাথন ২০২৫” এর বিভাগীয় গ্র্যান্ড ফাইনাল সেখানে সেরা ১০ টি আইডিয়া থেকে বিচারকদের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে পুরষ্কৃত করা হয় সেরা ৩ টি আইডিয়াকে। ইনোভেটিভ আইডিয়া শেয়ারে সিডিও ইয়ুথ টিম জলবায়ু সহনশীল ও প্রকৃতি বান্ধব জীবিকা তৈরিতে “সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ফিশ ড্রায়ার: উপকূলীয় সম্প্রদায়ের জন্য একটি টেকসই সমাধান” নিয়ে আইডিয়া উপস্থাপন করেন। তাদের মাল্ডি মিডিয়া উপস্থাপনায় তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের উপকূলীয় অঞ্চলে মাছ ধরার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা অনেক। তবে মাছ সংরক্ষণ এবং শুকানোর উপযুক্ত পদ্ধতির অভাবে বড় পরিমাণ মাছ নষ্ট হয়ে যায়, যা অর্থনৈতিক ক্ষতি এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।এছাড়া মৌসুম ভিত্তিক কুমড়ার বড়ি তৈরি, মরিচ শুকানো, দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন সবজি শুকিয়ে রাখা সহ নানাবিধ জিনিসপত্র শুকিয়ে রাখেন উপকূলের মানুষেরা। এসমস্ত খাদ্য সামগ্রী প্রচলিত পদ্ধতিতে খোলা জায়গায় শুকানো হয়, যেখানে ধুলোবালি, পোকামাকড় ও আবহাওয়া প্রতিকূলতার কারণে গুণগত মান নষ্ট হয়। এই সমস্যা সমাধানের জন্য সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ড্রায়ার একটি কার্যকর ও টেকসই প্রযুক্তি হতে পারে। এটি সৌরশক্তি ব্যবহার করে দ্রুত ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুকাতে সক্ষম, যা পরিবেশবান্ধব, খরচ—সাশ্রয়ী এবং স্মার্ট প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এসময় সিডিও ইয়ুথ টিমের পক্ষে উপস্থাপনা করেন সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ি ইউনিটের মোস্তাফিজুর রহমান, কলেজ ইউনিটের কাইয়ুম হাসান এবং ভূরুলিয়া ইউনিটের এস এম রাজা হোসেন। এসময় আয়োজক সংস্থা বলেন, আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে টেকসই সমাধানের সন্ধান করা জরুরি। আর এটাই হ্যাকাথন ২০২৫—এর মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com