এফএনএস: রাজধানীর কাওরান বাজার রেললাইন এলাকায় প্রকাশ্যে পুলিশ সদ্যদের ওপর হামলা চালিয়ে এক মাদককারবারিকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় উপ—পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই ইখতিয়া হোসেন, কনস্টেবল বিপ্লব ও কনস্টেবল দেলোয়ার হোসেন। এদিকে, এ ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব—২। গ্রেপ্তার ব্যক্তিরা হলোÍ মো. শাহীন আলম (২৭) ও মো. দিন ইসলাম কালু (২৩)। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব—২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার একটি টহল দল কাওরান বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় চিহ্নিত মাদক কারবারি মো. শাহীন আলমকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশ। আটকের পর শাহীন পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের ডেকে আনে। তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, চাপাতি ও ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং শাহীনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এ ঘটনার পর র্যাব—২ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, শাহীন আলম কাওরান বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও দস্যুতা মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে বলেই জানায় র্যাব—২ এর এই কর্মকর্তা।