মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোর দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি খুব জটিল হলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে জোর দিতে হবে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বতীর্ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ইউএনএইচসিআর—এর হাইকমিশনার। ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, নানা চ্যালেঞ্জ থাকার পরও রোহিঙ্গাদের প্রতিনিয়ত আতিথেয়তা করার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আলোচনা করেছি এবং যেটাতে গুরত্ব দিয়েছি, আমি সব সময় একমত পোষণ করি যে রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে। কিন্তু মিয়ানসারের পরিস্থিতি খুব জটিল। সেখানে দ্বন্দ্ব চলছে, নানা ধরনের দ্বন্দ্ব চলমান। রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন হবে। সম্মেলনে ইউএনএইচসিআর—এর সমর্থনের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন হবে, সেখানে সমর্থন থাকবে ইউএনএইচসিআর—এর। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি গত বুধবার চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com