বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাংলা ১৪২৯ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, থানা সেকেন্ড অফিসার এসআই রাজিব, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, নূরনগর প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান প্রমূখ। সভায়, সরকারি নির্দেশনা মেনে বর্ষবরণ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হবে, র্যালি শেষে বর্ষবরণের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।