রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার—উজ—জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’র অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আর এই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। সেনাপ্রধান ওয়াকার—উজ—জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১—এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সেনাপ্রধান, আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান। অভিষেক অনুষ্ঠানে সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পেঁৗছালে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী রেজিমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ‘কর্নেল র্যাংক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com