আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ প্রতাপনগর সুভদ্রা কাটি নারী লোভী সন্ত্রাসী সোহরাব বাহিনীর অত্যাচারে সুভদ্রাকাটি গ্রামের অসহায় ৩৫টি ভূমিহীন পরিবারের জায়গা জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৪ টায় সুভদ্রা কাটি গ্রামের প্রধান সড়কে এ ভূমীহীন ৩৫ পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সোহরাব বাহিনীর অত্যাচারে ক্ষতিগ্রস্ত মহরম সর্দারের স্ত্রী আছিয়া খাতুন, ভূমিহীন ইউসুফ আলী, কামাল হোসেন, তাসলিমা খাতুন, রোকনুজ্জামান সরদার প্রমুখ। ভুক্তভোগীরা মানববন্ধনে বক্তব্যে বলেন প্রতাপনগর এর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নারী লোভী সোহরাব হোসেনের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আওয়ামী আমলে আমরা সাধারণ ভূমিহীন পরিবারের নারী পুরুষ নির্বিশেষে চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছি। ২০০১ সালে কপোতাক্ষ নদের তীরে চর ভরাটি প্রায় ৪৫ বিঘা জমি একসনা ডিসিআর কেটে আমরা ৩৫ ঘর ভূমিহীন পরিবারের সদস্যরা মিলে বাঁধ দিয়ে ভোগদখলে ছিলাম। ২০০৫ সালে সরকার উক্ত ডিসিআর রদ করে বিসিক লবন প্রকল্প চালু করেন। এরপর ২০০৯ সালে আইলায় প্লাবিত হয়ে লবণ প্রকল্প বন্ধ হয়ে গেলে আমরা আমাদের জমিতে অবস্থান করি। কিন্তু ২০১০ সালে সোহরাব বাহিনী দলীয় প্রভাব খাটিয়ে আমাদেরকে বেদখল করে দেয়। এর প্রতিবাদে আমরা আদালতে মামলা করলে সোহরাব আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এসে এক যুগ ধরে সরকারি রেভিনিউ ফাঁকি দিয়েছে। গত বছর জুন মাসে আমরা আবার দখলে গেলে ৫ আগস্ট পরবর্তী কয়েক জন বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে তারা আবার আমাদের বেদখল করে দেয়। আমরা তাদের ভুয়া ডিসিআরের বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে এলেও তারা আমাদের জমিতে যেতে দিচ্ছে না। ভুক্তভোগী আছিয়া খাতুন বলেন, নারী লোভী সোহরাব হোসেনের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় সে তার সেকেন্ড ইন কমান্ড আসাদুল কে বাদী করে আমার বিরুদ্ধে ইটভাটার টাকা আত্মসাতের মিথ্যা মামলা করে দুধের শিশু সহ আমাকে জেলা খাটিয়ে ছাড়ে। এতেও কোন কাজ না হওয়ায় তার বাহিনীর লোক দিয়ে আমার ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। গত ২২ ফেব্রুয়ারি রাতে আসাদুল আমাকে রাস্তায় একা মারপিট করে আহত করে। আমরা সোহরাব বাহিনীর অত্যাচারে অতীতের মতো আজও অত্যাচারিত হয়ে চলেছি। তাই সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন পরিবারের মধ্যে বণ্টন করে নারী লোভী সন্ত্রাসী বাহিনীর হোতা সোহরাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ৩৫ টি পরিবারের লোকজন।