কালিগঞ্জ প্রতিনিধি \ পবিত্র মাহে রমজানের সম্মান রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়ে কালিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা সাড়ে ১০টায় জামায়াতের যুব বিভাগের আয়োজনে উপজেলার ফুলতলা মোড় জামায়াতের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি আবু ইসলাম, অফিস সেক্রেটারি আফতাব উদ্দীন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক এবং যুবনেতা সিরাজুল ইসলাম। বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।