রমজান মাস বিশেষ একটি মাস। এই মাসে পবিত্র কুরআন শরিফ নাজিল হয়। এই মাসটিকে মুসলিম স¤প্রদায় মহান আলাহর সন্তুষ্টির জন্য রোজা পারন করেন। দিন ব্যাপী পানাহার হতে বিরত থেকে মুসলমানরা রোজা পালন করে। পবিত্র রোজা কেবল মাত্র দিন ব্যাপী পানাহার হতে বিরত রাখে তা নয় সব দরনের সংযম এর সাথে বিশেষ ভাবে সন্নিবেশন ঘটায়। মুসলিম স¤প্রদায়ের জন্য এই মাস বিশেষ রহমতের আর তাই মাসটিতে আলাহর অনুগ্রহ ও সোয়াব অর্জনের বিশেষ ক্ষেত্র। রোজার দিন গুলো যেখানে সোয়াব অর্জনের মোখ্যম সুযোগ, গোনাহ মাফ হওয়ার মাস, সেই মাসটিতে আমাদের এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির অশুভ চক্রান্ত নিয়োজিত। পণ্য সামগ্রীর অনৈতিক মুল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট সৃষ্টি করছে এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা আমাদের দেশের ব্যবসায়ীরা সারা বছরই ব্যবসা করেন, সকলেই যে অনৈতিক সুবিধা গ্রহনের জন্য এবং অসাধুতাকে সঙ্গী করে ব্যবসা করেন তা নয়। রোজার দিন গুলোতে অবশ্যই ব্যবসায়ীদেরকে সংযম হতে হবে বিশেষ করে ব্যবসায়ীক সংযোম যার মাধ্যমে রোজাদাররা রোজার দিন গুলোতে সুলভ মূল্যে পণ্য সামগ্রী পেতে পারে। সাতক্ষীরার বাস্তবতায় বাজার গুলোতে থেমে নেই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ঘটনা। মুদি পন্যের পাশাপাশি সবজি বাজার সর্বত্র চলছে মূল্য বৃদ্ধির অসম প্রতিযোগিতা। ইফতার সামগ্রীরও মুল্য থেমে নেই। ইফতারী বাজারেও চলছে অস্থিরতা তথা মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা। সাতক্ষীরার বাজার গুলোতে মনিটরিং জোরদার করতে হবে এবং ইফতারী বাজারে ও মনিটরিং রাখতে হবে।