মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ মনিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দাতা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন। প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের দাতা সদস্য নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠান প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলের ডালি ও ক্রেষ্ট প্রদান করাসহ উপজেলা এবং পৌর বিএনপির অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ^াস, মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, অধ্যাপক আব্বাস উদ্দিন, বাবুল আকতার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সহসভাপতি উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, পৌর বিএনপির সহসভাপতি ফারুক হোসেন, একে আজাদ, যুগ্ম সম্পাদক মোনায়েম মোড়ল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো প্রমুখ।