ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর—ব্রহ্মরাজপুর বাজারে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখা। শনিবার বাদ আছর ব্রহ্মরাজপুর বাজার ৪ রাস্তার মোড় থেকে মিছিলটি ডিবি হাই স্কুল থেকে শুরু হয়ে ব্রহ্মরাজপুর বাজার প্রদক্ষিণ করে ব্রহ্মরাজপুর সাহেব বাড়ির মোড়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের টিম সদস্য মাওঃ মোহাম্মদ আলী হাবিবী, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাবেক চেয়ারম্যান মাওঃ আশরাফুজ্জামান খোকন, মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, মাওঃ জাকির হোসেন প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওঃ শহিদুল ইসলাম, শিক্ষক আরিফুল ইসলাম, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রশিদ, মাওঃ মোঃ আব্দুল হাই, মাওঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আব্দুল করিম, মোঃ আবু তাহের, মোঃ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী মোকলেছুর রহমান, ইউপি সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল হাকিম প্রমুখ। এসময় মাহে রমজানের শুভেচ্ছা জানাতে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ শত শত সাধারন মুসল্লিরা হাজির হয়।