তালা প্রতিনিধি \ চাকুরী সূত্রে সাতক্ষীরায় কর্মরত থাকাকালীন সময়ে এস আই আবুবক্কর সিদ্দিক এর নামে স্ত্রী মেরিন ডালিয়া বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন। বুধবার ২৬ শে ফেব্রুয়ারী নারী লোভী সাবেক এ এস আই আবুবক্কর সিদ্দিক চাকুরী সূত্রে সাতক্ষীরা থাকার সময় প্রথম বিয়ে গোপন করে ২য় স্ত্রী মেরিন ডালিয়াকে বিয়ে করে। এ ঘটনায় যৌতুক নিরোধ আইনে স্বামী আবুবক্কর সিদ্দিক এর নামে মামলা করেছে সাতক্ষীরা আমলী ৩ নং আদালাতে। যার সিআর—৬৬/২৫(তালা) নাং মামলা শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে সমনের আদেশ প্রদান করে। আদালত আগামী ১২ ই মার্চ আসমিকে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। ভুক্তভোগী মোছাঃ মেরিন ডালিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত সুলতানা শেখের মেয়ে। তার সাথে গত ০১—০৯—২০১৯ তারিখে এক লক্ষ এক টাকা দেনমোহর ধার্যে রেজিঃ বিবাহ হয় যশোর জেলার কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের মৃত কেরামত আলী গাজীর ছেলে এ এস আই আবুবক্কর সিদ্দিক এর সাথে। বিয়ের পর থেকে স্ত্রী ডালিয়া কে বিভিন্ন সময়ে নেশা করে বাসায় এসে মারপিট করতো, এবং ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন বলে জানা গেছে। মামলা সূত্রে জানা গেছে, বাদিনীর সহিত আসামীর পরিচয়ের সূত্র ধরে প্রনয়। আসামী তার পূর্ব বিবাহ গোপন করিয়া বাদিনীকে প্রেমের ফাঁদে ফেলিয়া বিগত ০১/০৯/২০১৯ তারিখে ১,০০০০১/— (এক লক্ষ এক) টাকা দেনমোহর এওয়াজে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বাদিনী বিবাহের পূর্বে ঢাকায় বিভিন্ন পোশাক কারখানায় কর্মের সুবাদে তার জমানো ৩,০০,০০০/—(তিন লক্ষ) টাকা থাকে। আসামী বাদিনীকে ফুসলিয়ে ভুল ভাল বুঝিয়ে বাদিনীর নিকট থেকে যৌতুক স্বরূপ উক্ত টাকা নিয়া আত্মসাৎ করে। বাদিনী অনেক স্বপ্ন ও কল্পনার জ্বাল বুনে স্বামীর সহিত ঘর সংসার করিতে থাকে। দিন যত যেতে থাকে আসামীর আসল চেহারা বাদিনীর নিকট প্রকাশ পেতে থাকে। আসামী বহু বিবাহের নায়ক শুধু নয় বরং আসামী নারী লোভী ও পর নারীতে আসক্ত। বাদিনী আসামীর উক্তরূপ কায্যর্কলাপের প্রতিবাদ করিলে আসামী তার ঘৃন্য কাজ পরিত্যাগের শর্তে বাদিনীর নিকট ৫,০০,০০০/— (পাঁচ লক্ষ) টাকা যৌতুক বাবদ দাবী করে। বাদিনী তার অসামর্থ্যতার কথা জানায় এভাবে চলাকালে গত ইং ১৭/০১/২০২৫ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার সময় আসামী বাদিনীর নিকট ৫,০০,০০০/— (পাঁচ লক্ষ) টাকা যৌতুক দাবী করে। বাদিনী কোনরূপ যৌতুক দিতে অস্বীকার করিলে আসামী যৌতুকের দাবীতে বাদিনীকে চড়, কিল, ঘুষি মারিয়া বেদনা দায়ক ফুলা জখম করে এবং বাদিনীকে একবস্তে পিত্রালয়ে তাড়াইয়া দেয়। সর্বশেষ গত শেষ ১৮—০২—২০২৫ তারিখে বাদিনীপক্ষ মিমাংসার জন্য আসামীকে অনুরোধ করিলে আসামী ঘটনাস্থলে আসেন। বাদিনীপক্ষ ৫,০০,০০০/—(পাঁচ লক্ষ) টাকা যৌতুক ছাড়া বাদিনীকে নিয়া ঘর সংসার করিবার কথা বলিলে আসামী ৫,০০,০০০/— (পাঁচ লক্ষ) টাকা যৌতুক বাবদ দাবী করে এবং উক্ত টাকা না দিলে বাদিনীকে নিয়ে ঘর সংসার করিবে না মর্মে সাফ জানাইয়া ঘটনাস্থল ত্যাগ করেন বিধান মেরিন ডালিয়া স্বামী আবুবক্কর সিদ্দিক এর নামে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় উক্ত মামলার দায়ের করেন।