রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

এবারও দেখা হচ্ছেনা তামিম—সাকিবের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫

একসময় ছিলেন সবচেয়ে কাছের বন্ধু। এরপর সাকিব—তামিম সম্পর্ক হয়ে গেছে রহস্যের মতো। এখনও সাকিব আল হাসান ও তামিম ইকবালকে একসাথে মাঠে দেখলে আপ্লুত হন দর্শকরা। সেই সুযোগ আরও একবার এসেছিল ১২ মার্চ। তবে সাকিব—তামিমের আর দেখা হচ্ছে না এবারো। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স দল গঠন করা হয় তামিম ইকবালকে নিয়ে, যে দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তামিম সেই টুর্নামেন্টে অনিশ্চিত। বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। গতকাল রোববার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমার এখন পর্যন্ত যাওয়ার কোনো ভাবনা নেই। যে দুটি ম্যাচ খেলার জন্য অনুরোধ করছেৃ তবে এখন সম্ভাবনা খুব কম।’ তামিম আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েই ব্যস্ত থাকবেন, যেখানে আবার তিনি মোহামেডানের অধিনায়কও। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে তামিম ও আশরাফুল ছাড়াও রয়েছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম ও অলক কাপালি। সাকিব খেলার কথা এশিয়ান স্টার্সের হয়ে। টুর্নামেন্টে আরও অংশ নেবে ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। প্রতিটি ম্যাচই হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com