আজ থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। এই দুই ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নাম নেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। গ্রুপ পর্বে চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও রিচার্ড ইলিংওর্থ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাইভোল্টেজ এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। বাংলাদেশ সময় আজ বিকাল ৩ টায় মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল, যার ভেন্যু দুবাই। এছাড়া আগামীকাল বুধবার লাহোর অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। এই ম্যাচে তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন ও আহসান রাজা। দ্বিতীয় সেমিফাইনালটিও মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবে তা অবশ্য এখনো জানায়নি আইসিসি।