রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

ভারত ম্যাচের আগে অসি শিবিরে নতুন মুখ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত—অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে স্কোয়াডে নতুন অলরাউন্ডারকে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তান ম্যাচে ওপেনার ম্যাথ্যু শর্ট উরুর ইনজুরিতে পড়ায় দলে নেওয়া হয়েছে তরুণ স্পিনার কুপার কনোলিকে। মূল স্কোয়াডে আসার আগে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে পাকিস্তান সফরে যান মাত্র ৩টি ওয়ানডে খেলা কনোলি। দুবাইয়ে ধীরগতির পিচে এ অর্থোডক্স স্পিনার কার্যকর হবেন, এমন প্রত্যাশা অস্ট্রেলিয়ার। তবে কনোলি একাদশে জায়গা পাবেন কিনা, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও বিবেচনায় থাকা আরেক টপঅর্ডার কাম লেগস্পিনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক থেকে অনেকটা এগিয়ে তিনি। মিচেল মার্শ ছিটকে যাওয়ায় ম্যাকগার্ককে দলে নেয় অস্ট্রেলিয়া। যদিও সম্প্রতি একেবারেই ফর্মে নেই ২২ বছর বয়সী মারকুটে ডানহাতি ব্যাটার। সর্বশেষ ৭ ওয়ানডেতে ১৪ গড়ে মাত্র ৯৮ রান করেছেন তিনি। গত রোববার নিউজিল্যান্ডকে হারিয়ে এ—গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত। এই ম্যাচেই বোঝা যায়, দুবাইয়ের উইকেট হবে স্পিন নির্ভর। কিউইদের ৯টি উইকেটই নিয়েছে ভারতের স্পিনাররা। এ কারণেই একজন ওপেনারের পরিবর্তে আরেকজন ওপেনার না নিয়ে একজন অলরাউন্ডারকেই দলে নিলো অসিরা। দুবাই ইন্টারন্যশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমি ফাইনালে ভারত মুখোমুখি হবে বি—গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। হেরে গেলে ভারতীয়দের প্রতিপক্ষ হতো বি—গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। হাইব্রিড মডেল কার্যকর হওয়ায় সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলার সুযোগ পেয়েছে ভারত। যেহেতু নিউজিল্যান্ড—ভারত ম্যাচের আগে নিশ্চিত ছিল না সেমিতে কার বিপক্ষে খেলতে হবে— তাই দুবাই সফর করতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড হেরে যাওয়ায় পাকিস্তান ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে রয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ বিশ^কাপের ফাইনালে; যেখানে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ^কাপের সোনালি ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ভারতের সামনে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com