রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

ডিপিএলে গুলশান ক্লাবের চমক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

তামিম ইকবালের নেতৃত্বাধীন দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছে গুলশান ক্রিকেট ক্লাব। ডিপিএলের প্রথম রাউন্ডের খেলায় গুলশানের কাছে ব্যাটে—বলে পাত্তা পায়নি চ্যাম্পিয়ন্স হতে নামা তারকাবহুল মোহামেডান। তামিম ইকবাল অবশ্য গুলশান ক্লাবের সাথে মালিকানার সম্পর্কে যুক্ত। বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে হারিয়ে ফেললেও নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান দাঁড়ায় গুলশানের সংগ্রহ। দলের পক্ষে শতক হাঁকান ইফতেখার হোসেন ইফতি। ১১০ বলের মোকাবেলায় ১০৮ রান করেন তিনি। এছাড়া জাওয়াদ আবরার ৮৬ বলে ৭৫ ও হাবিবুল শেখ মুন্না ৫৩ বলে ৪৭ রান করেন। মোহামেডানের পক্ষে আবু হায়দার রনি চারটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে দলীয় ৩১ রানে তামিম ইকবালকে হারায় মোহামেডান। ২২ বলে ২২ রান করে তামিম বিদায় নিলে ২৩ বলে ৯ রান করা নড়বড়ে রনি তালুকদারও ফেরেন সাজঘরে। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনের ৪০ বলে ৩১ ও আরিফুল ইসলামের ৭৯ বলে ৭৩ রানের দুই ইনিংস থামতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোহামেডান। সেঞ্চুরি হাঁকানো ইফতি একাই শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ ইলিয়াস। শেষপর্যন্ত ৪০.২ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস। ১০৭ রানের জয় পায় গুলশান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com